• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজী আহাদ উবির ২০ বছর পূর্তি উৎসব

প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণের ছোঁয়া লাগলো শিক্ষাঙ্গনে

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২০, ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনাকালীন সময়ের কারণে গত ১০মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। নেই হৈ হুল্লোড়। কেমন যেন অচেনা এক স্থান ছিল শিক্ষা প্রতিষ্ঠানের সর্বত্র। সেই নীরবতাকে ভেঙ্গে প্রাণের উচ্ছ্বাসে জেগে উঠলো ফরিদগঞ্জের বিআর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ ১৯৯৯ থেকে সর্বশেষ ২০২০ সালের গত ২০ বছরের শিক্ষার্থীদের ২০ বছর পূর্তি ও মিলনমেলার এই আয়োজনের মাধ্যমে প্রাণের ছোঁয়া লাগলো শিক্ষাঙ্গনে। এই প্রতিষ্ঠানটি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর ভাটেরহদ গ্রামের মাঝে অবস্থিত। এমনিতেই বিদ্যালয়টি সাহিত্য, সাংস্কৃৃতিক ও ক্রীড়াসহ আনা আয়োজনে সুপরিচিত বিদ্যাপীঠ হিসেবে চিহ্নিত। সর্বশেষ বিদ্যালয়ের ৬শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে আরো এক ধাপ এগুলো প্রতিষ্ঠানটি।


বিশাল আয়োজনের ইচ্ছা থাকলেও আয়োজকরা জানায়, করোনার কারণে অনেক কিছু বাদ দিতে হয়েছে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে ৬শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তিনব্যাপী অনুষ্ঠানের শেষদিন ছিল গতকাল শনিবার। তিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ব্যাচ পরিচিতি, আলোচনা সভা, করোনা সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং খেলাধুলা।

২০ বছর পূর্তি ও মিলন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক সাদাফ হোসেন সবুজ জানান, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের প্রত্যন্ত জনপদ রুস্তমপুর ভাটেরহদ গ্রামে প্রতিষ্ঠানটি স্থাপন হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ শিক্ষার আলো পেয়ে আজ সমাজের অনেক উচ্চস্থানে অবস্থান করছে। তাই ১৯৯৯ সালের এসএসসি ব্যাচ থেকে ২০২০ এসএসসি ব্যাচ পর্যন্ত ২০টি ব্যাচের সমন্বয়ে এই উৎসবের আয়োজন করা হয়। এতে ছয় শতাধিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে আমরা অঙ্গীকার করছি, আজ থেকে নিজ নিজ এলাকায় মাদকসহ সকল অসামাজিক কর্মকা-ের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলবো। এছাড়া করোনা সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখবো।

সর্বাধিক পঠিত