শাহরাস্তিতে চোরাই সিএনজিসহ গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ২১:৫৬
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট
শাহরাস্তিতে চোরাই সিএনজিসহ গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ইউসুফ পাটোয়ারী লিংকন।
মোঃ আবদুল মান্নান অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানার সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মুরশেদুল আলম ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া ও শাহরাস্তি থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শাহরাস্তি মডেল থানার এফ আই আর নং-১২/২১৬, তারিখ- ২৫ ডিসে, ২০২০; সময়- ১৪.৩০ ঘটিকায় ধারা- ৩৭৯/৩৮৫/৩৮৬/৪১১ পেনাল কোড এর সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ১. দিলদার হোসেন মহিন প্রঃ দেলু (২৬), পিতা- আবদুর রহিম, মাতা- মরিয়ম বেগম স্থায়ী : গ্রাম- নবাবপুর (মমিন মেম্বারের বাড়ী) , উপজেলা/থানা- শাহরাস্তি, চাঁদপুর, ২. মোঃ বাবলু (২৮), পিতা- মোঃ জামাল হোসেন, মাতা- তফুরা বেগম স্থায়ী : গ্রাম- কাদলা (রংগার বাড়ী) , উপজেলা/থানা- কঁচুয়া, চাঁদপুর, ৩. শাহাদাত হোসেন প্রঃ হোসেন (৩০), পিতা- মৃত মনির হোসেন, মাতা- রাজিয়া বেগম স্থায়ী : গ্রাম- নবাবপুর (মমিন মেম্বারের বাড়ী) , ৪. মোঃ আপন (২২), পিতা- আনোয়ার হোসেন প্রঃ কবিরাজ, মাতা- শেফালী বেগম স্থায়ী : গ্রাম- সাংহাই (হাজী বাড়ী) , ৫. মোঃ জাফর (২৩), পিতা- মৃত আবুল কালাম মেম্বার, মাতা- মোবাশ্বেরা বেগম স্থায়ী : গ্রাম- নরিংপুর (মোল্লা বাড়ী) , ৬. ফরহাদ হোসেন (৩০), পিতা- শহীদ উল্যাহ, মাতা- ফরিদা বেগম স্থায়ী : গ্রাম- নরিংপুর (হুক্কুন আলীর মিজি বাড়ী) , ৭. মোঃ তোফায়েল হোসেন প্রঃ নাহিদ (২২), পিতা- জামাল হোসেন প্রঃ বেছুল হক স্থায়ী : গ্রাম- বসুপাড়া (আকবর পাটোয়ারী বাড়ী) , ৮. মোঃ ছানা উল্যাহ প্রঃ আবুল কালাম (২২), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- পেয়ারা বেগম স্থায়ী : গ্রাম- সাংহাই (পাটোয়ারী বাড়ী) , ৯. মোঃ জামাল হোসেন (৩০), পিতা- মৃত আলী আকবর স্থায়ী : গ্রাম- নরিংপুর, ১০. মোঃ ফয়সাল (২৩), পিতা- খোরশেদ আলম স্থায়ী : গ্রাম- বসুপাড়া, ১১. রাকিব (২০), পিতা- অজ্ঞাত স্থায়ী : গ্রাম- নরিংপুর, সর্ব থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরগণদের চোরাই সিএনজি সহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।