• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরসহ ছয় জেলায় ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২০, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

'নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল হলো দেশ/মুজিববর্ষে ই-পাসপোর্ট ধন্য বাংলাদেশ'-এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরেও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা। গতকাল ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুরসহ দেশের ৬টি জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে চাঁদপুর, নারায়ণগঞ্জ, কঙ্বাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সভাকক্ষে কর্মকর্তাগণ ওই টেলিকনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ সাইদুল ইসলাম, ই-পাসপোর্ট পরিষেবা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট কমান্ডার রাইয়ান তারিক, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ ছুফি উল্লাহ ও সুপারিন্টেনডেন্ট মোঃ মৃদুল ভঁূইয়া।

এখন থেকে পাসপোর্ট প্রত্যাশীরা নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় মেশিন, মালামাল ও সফ্টওয়্যার স্থাপনের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর পাসপোর্ট অফিসের সুপারিন্টেনডেন্ট মোঃ মৃদুল ভূঁইয়া।

 

সর্বাধিক পঠিত