• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বাস যাত্রীশূন্য থাকায় প্রাণহানি হয়নি

ফরিদগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৪

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২০, ১২:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঘন কুয়াশা আবারো সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালো। দুর্ঘটনা এলাকা চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়ক। তবে ভাগ্য ভালো চট্টগ্রামগামী জোনাকী পরিবহনের বাসটিতে যাত্রী না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গুরুতর আহত হয়েছেন বাস ও ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন। গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়াতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে যারাই গিয়েছেন বাস ও ট্রাকের অবস্থান দেখে গা শিউরে ওঠার অবস্থা হয়েছে।


জানা গেছে, রায়পুর থেকে রঙবোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো ট-১১-২০১৫) ফরিদগঞ্জ থেকে চট্টগ্রামগামী জোনাকী পরিবহনের একটি বাস (লক্ষ্মীপুর ব-১১-০০১২)-এর সাথে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাস চালক পরান (৪০), ট্রাকের চালক শহিদুল (২৬)সহ অন্তত ৪ জন আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদ হোসেন জানান, ভোরে ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে কোনো যাত্রী না থাকায় প্রাণহানি হয়নি। সংবাদ পেয়ে থানা পুলিশ তৎক্ষণাৎ উপস্থিত হয়ে রাস্তার প্রতিবন্ধকতা দূর করে যান চলাচল স্বাভাবিক করে।