বিদায়ী জেলা প্রশাসককে শিল্পকলা একাডেমির বিদায় সংবর্ধনা


চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তাঁর হাতে তুলে দেয়া হয়। এই সংবর্ধনার সাথে একাত্মতা পোষণ করে একই সময়ে সপ্তসুর, শিল্পচূড়া, অনন্যা নাট্যগোষ্ঠী, বর্ণচোরা নাট্যগোষ্ঠী, নৃত্যধারা, সপ্তরূপা, চাঁদপুর ড্রামা ও হরিজন শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও পৃথকভাবে উষ্ণ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বিদায় সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে মোঃ মাজেদুর রহমান খান বলেন, শিল্পী শিল্পকে বাঁচিয়ে রাখবে। আর শিল্পীকে বাঁচিয়ে রাখে সংগঠন ও সাংগঠনিক কর্মকা-। তাই বাংলাদেশের শিল্প সংগঠনগুলোকে জাগ্রত করতে আমি সর্বদা কাজ করে গেছি এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখবো। যদি আমাকে কারো কোনো ব্যাপারে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই জানাবেন। আমি আপ্রাণ চেষ্টা করবো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। পরিশেষে আমি সবার কাছে আমার জন্যে দোয়া চাইছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপ্রধানে এবং জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, কণ্ঠশিল্পী রূপালী চম্পক, ছড়াকার ও লেখক পীযূষ কান্তি বড়ুয়া, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, নজরুল সংগীতশিল্পী পরিষদ, উদীচীসহ বেশ কিছু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুরের জেলা প্রশাসক হতে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব পদে বদলির আদেশ পেয়েছেন। তাঁর স্থলে চাঁদপুরের জেলা প্রশাসক হচ্ছেন সড়ক পরিববহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব বেগম অঞ্জনা খান মজলিস।