আজ মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ২৫ জানুয়ারি ভোট গ্রহণ
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ নির্বাচন-২০২০


চাঁদপুরের ঐতিহ্যবাহী মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ (রেজিঃনং-০৫/চাঁদ/১৯৭৬) নির্বাচন ২০২০ আগামী ২৫ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনটির আগামী ৩ বছরের মেয়াদকালের জন্যে নির্বাচিত পরিষদ গঠন করার লক্ষ্যে ইতিমধ্যে বিদায়ী কার্যকরী পরিষদ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক করে সংগঠনের নির্বাচনকালীন কার্যক্রম করার লক্ষ্যে কমিটি গঠন করে তাদের দায়িত্ব হস্তান্তর করেন।
গঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশন গঠন করে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ মোতালেব খান। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন একই অফিসের কর্মকর্তা আলমগীর হোসেন ও সকল ব্যবসায়ীর সম্মতিক্রমে ব্যবসায়ী জালাল উদ্দীন বাবুল জমাদার।
গঠিত নির্বাচন কমিশন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৫টি এবং পরিচালক পদে ৭টিসহ মোট ১২টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮৭ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৩ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলনের শেষ সময় ও আগামীকাল ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৬ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং একইদিন দুপুর ২টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র বৈধতা ও বাতিলের বিষয়ে আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এ আপিল গ্রহণ করা হবে জেলা সমবায় কার্যালয়ে অফিস সময় চলাকালীন। ৩০ ও ৩১ ডিসেম্বর একই অফিসে অফিস চলাকালে সময়ে আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
আগামী ২ জানুয়ারি বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
৭ জানুয়ারি ২০২১ দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একই দিন বিকেল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ৮ জানুয়ারি ২০২১ তারিখে সকাল ১০টা থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৫ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।
গত ২২ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। এরা হচ্ছেন : সভাপতি পদে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া, আঃ বারী জমাদার মানিক, সহ-সভাপতি মোঃ মুনসুর কুড়ালী ও মোঃ বাদশা মাল, সাধারণ সম্পাদক মোঃ শবেবরাত ও হাজী মোঃ আনোয়ার হোসেন গাজী, সহ-সাধারণ সম্পাদক পদে শাহজালাল বেপারী ও সোহেল গাজী, কোষাধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন বেপারী, পরিচালক পদে সানাউল্লাহ মিজি, ইয়াকুব খান, মোঃ আঃ খালেক বেপারী, মোঃ রুহুল আমিন গাজী, মোঃ ওমর ফারুক চোকদার, মোঃ সুমন খান, মোঃ মাসুম মিয়া মাসুদ, মোঃ দাদন বেপারী, মোঃ সিদ্দিকুর রহমান ও শ্রী কৃষ্ণ চন্দ্র দে।
উল্লেখ্য, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে নির্বাচিত পরিষদের মেয়াদকাল হবে ৩ বছর।