চাঁদপুরে ৬২ রিপোর্টের মধ্যে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত মৃত্যু ১


চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৬২ জনের স্যাম্পল পরীক্ষা করে ৫জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ' ৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ' ৬ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়। করোনায় মৃত ব্যক্তির নাম সমীর চন্দ্র (৫০)। নতুন এ মৃত ব্যক্তিসহ চাঁদপুরে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।
জানা গেছে মৃত সমীর চন্দ্রের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার কাচিয়ারায়। তিনি করোনা উপসর্গ নিয়ে রোববার রাতে সদর হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল ১০টায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর পর তার স্যাম্পল নেয়া হয়। স্যাম্পল পরীক্ষার রিপোর্ট গতকাল ২২ ডিসেম্বর তার পজিটিভ আসে। উপরোক্ত তথ্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেলের কাছ থেকে জানা যায়।
আরো জানা যায়, গতকাল ২২ ডিসেম্বর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৬২টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এসব স্যাম্পল গত সোমবার সংগ্রহকৃত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার যে রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৫ জনের, বাদবাকি ৫৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলায় ৪ জন ও শাহরাস্তি উপজেলায় ১ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে উন্নীত হয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৪১ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।