• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদরের নতুন নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সানজিদা শাহনাজ স্মৃতিকে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার এই কৃতী সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিঙ্ েঅনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিট্রেট পদে যোগদানের পর তিনি বদলি হয়ে ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত রাজবাড়ি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পদে কর্মরত ছিলেন। ১৯ সেপ্টেম্বর ২০১৯ হতে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে নিযুক্ত হন। ২০ ডিসেম্বর এই কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমার স্থলাভিষিক্ত হলেন।

সর্বাধিক পঠিত