শাহরাস্তির ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
যেতে নাহি দিব হায় , তবু যেতে দিতে হয় , তবু চলে যায়
শাহরাস্তির ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ইউসুফ পাটোয়ারী লিংকন
যেতে নাহি দিব হায় , তবু যেতে দিতে হয় , তবু চলে যায়
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মোঃ আব্দুল মোতালেব। চাকরি জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার অনন্য এক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন আলোকিত মানুষ গড়ার এ কারিগর। ৩৪ বছরদ চাকরি জীবন শেষে আনুষ্ঠানিকভাবে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে। ১৪ ডিসেম্বর, ২০২০ইং সোমবার সকাল দশ টায় বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিবাবক সহ এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে এক পর্যায়ে সকলে অশ্রুসিক্ত হয়ে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল কাশেম, (সাবেক সভাপতি) সদস্য হুমায়ুন কবির; আব্দুল কাদের, মজিবুর রহমান, শাহজাহান মিজি, মোঃ শাহজাহানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্হিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইদ্রিছ মাষ্টার কে ভারপাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব অর্পণ করেন। অশ্রু আর ভালবাসায় বিদায় নেওয়া প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
অনুষ্ঠান শষে সকলের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হোসাইন