ফরিদগঞ্জের চান্দ্রায় ছিদ্দিকুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান
সবকিছু সরকার করে দিবে এই আশা নিয়ে বসে থাকলে চলবে না : সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী


ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা এলাকায় ছিদ্দিকুর রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান ও তার পরিবারের উদ্যোগে নিজেদের পরিবারের ৫০শতক ভূমিতে উক্ত কলেজের ভিত্তি স্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
গতকাল শুক্রবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকারের সভাপতিত্বে ও উপ-সচিব হাবিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী বলেন, মানুষের সেবা করা একটি মহৎ কাজ। একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শুধু নিজেদের নয় পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখা যায়। আমাদের যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে সমাজ হিতৈষী হিসেবে কাজ করা। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। শুধু সবকিছু সরকার করে দিবে এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা কেউ সচিব, কেউ মন্ত্রী, কেউ এমপি, আবার কেউ বড় বড় ব্যবসায়ী হয়েছি। তাই সকলকে আমাদের নিজ দায়িত্বটুকু পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মোঃ মকবুল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহিদ উল্যাহ তপদার। এছাড়া উপস্থিত ছিলেন বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজামান, সম্পাদক আব্দুস সোবহান লিটন প্রমুখ।
এর আগে সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার ২টি ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন। এছাড়া গরিবদের মাঝে কম্বল বিতরণ করেন।