ডাঃ লালপ্যাথ ল্যাবসের কালেকশান সেন্টার ও তথ্য কেন্দ্রের উদ্বোধন


ভারতের অগ্রণী ও বহুল জনপ্রিয় ডায়াগনস্টিক চেইন, ডাঃ লালপ্যাথ ল্যাবসের চাঁদপুরস্থ কালেকশান সেন্টার ও তথ্য কেন্দ্র চাঁদপুর হেলথ কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডে অবস্থিত চাঁদপুর হেলথ কেয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হেলথ কেয়ারের উপদেষ্টা ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা যুবলীগের সদস্য শেখ নজরুল ইসলাম বাদল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র-২ ফরিদা ইলিয়াস, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, চাঁদপুর হেলথ কেয়ারের চেয়ারম্যান মোঃ আব্দুল গণি মিজি, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাদের লিটন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাসু, চাঁদপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি আমান উল্লাহ আমান, প্রতিষ্ঠানের ম্যানেজার কামরুল হাসান রাজু, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ হাজীবাড়ি মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান।