• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০২০, ০৯:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

'মুজিব বর্ষের আহ্বান-দক্ষ হয়ে বিদেশ যান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৮ ডিসেম্বর শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ আল মাহমুদ জামান। আলোচনায় বক্তব্য রাখেন কর্মসংস্থান কর্মকর্তা জসিম উদ্দিন, রিমিটেন্সপ্রাপ্ত জালাল উদ্দিন আহমেদ, প্রবাসী কল্যাণ কর্মকর্তা আবিদা সিফাত ও শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার আহমেদ।

আলোচনা শেষে সর্বোচ্চ রিমিটেন্সপ্রাপ্ত ৯ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অভিবাসী সন্তান এমন ৬জন শিক্ষার্থীকে দেড়লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান এবং দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত