• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শহর সমন্বয় কমিটি (TLCC) গঠন ও পরিচালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নাগরিক সুবিধা বৃদ্ধিসহ জবাবদিহিমূলক পৌর পরিষদ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন : মেয়র জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২০, ১৩:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় শহর সমন্বয় কমিটি (TLCC) গঠন ও পরিচালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর সোমবার শহর সমন্বয় কমিটির সম্মানিত সদস্যদের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালায় সভাপ্রধানের বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে টিএলসিসি কাজ করে যাচ্ছে। এ প্রকল্পটি দীর্ঘদিন যাবৎ চাঁদপুর পৌরসভার উন্নয়নের সাথে সম্পৃক্ত রয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য পৌর নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতকরণের মধ্য দিয়ে পৌরসভার উন্নয়ন সাধিত করা। তিনি বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধিসহ জবাবদিহিমূলক পৌর পরিষদ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। প্রতি ৩ মাস অন্তর অন্তর টিএলসিসির সভায় পৌর পরিষদের কাজের জবাবদিহিতা প্রদানে পৌরপরিষদ বদ্ধপরিকর। তিনি পৌর নাগরিকদের নাগরিক সুবিধা বৃদ্ধিসহ নান্দনিক পৌরসভা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি যে কোনো প্রয়োজনে পৌর নাগরিকদের জন্য পৌর পরিষদের দরজা উন্মুক্ত রয়েছে জানিয়ে আরো বলেন, পৌরসভার উন্নয়নের লক্ষ্যে যে কোনো গ্রহণযোগ্য পরামর্শ গ্রহণে পৌর পরিষদ প্রস্তুত রয়েছে।


টিএলসিসির কার্যক্রমের উপর ব্যাপক আলোচনা করেন ইউএনডিপির ন্যাশানাল কনসালটেন্ট মোঃ জাফরুল কুদ্দুস, ইউএনডিপির গভর্নেন্স ও মোবিলাইজেশন অফিসার মোঃ মনিরুজ্জামান ও টাউন ম্যানেজার আঃ হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও টিএলসিসি সদস্য রোটারিয়ান কাজী শাহাদাত ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি টিএলসিসি সদস্য তমাল কুমার ঘোষ, পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম খলিল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান।

 


প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা, প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নির্ণয়, প্রশিক্ষণ নীতিমালা তৈরি, ইউএনডিপি এবং এলআইইউপিসিপি প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা, প্রাক-মূল্যায়ন যাচাই পর্ব, টিএলসিসি/সিএসসিসি কমিটি গঠনের গুরুত্ব ও গঠন পদ্ধতি এবং আইনগত ভিত্তি, কমিটির ভূমিকা, কার্যাবলি ও কমিটির সদস্যদের দায়দায়িত্ব, কার্যকরি কমিটির মিটিং, পরিচালনার কৌশল ও মিটিং পরিচালনার বিষয়সমূহের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

 


প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, পৌর সভার প্যানেল মেয়র (২) ফরিদা ইলিয়াছ, প্যানেল মেয়র (৩) অ্যাডঃ হেলাল হোসাইন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম, পৌর বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দনাথ ঘোষ চন্দন, পৌর কমিউনিটি সদস্য মোঃ হাবিবুর রহমান, কণ্ঠশিল্পী রূপালী চম্পক, সামাজিক সংগঠক মুক্তা পীযুষসহ পৌর কাউন্সিলর ও টিএলসিসির সদস্যগণ।


টিএলসিসির গুরুত্বসমূহের মধ্যে রয়েছে জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠা করা, পৌরসভার সেবামূলক কাজ ও অন্যান্য কাজে জনঅংশগ্রহণ নিশ্চিত করা, পৌরসভা উন্নয়ন পরিকল্পনা, বিনিয়োগ, বাজেট এবং সর্বোপরি পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা, পৌরসভার সক্ষমতা বৃদ্ধিতে সহযোগী নাগরিক হিসেবে কাজ করা, পৌরসভার নাগরিক কার্যক্রম গতিশীল করা, পৌর কর ধার্য ও আদায়ে জনগণের মতামত ব্যক্ত করার সুযোগ সৃষ্টি করা, উন্নয়নমূলক কর্মকা-ে জনগণের সুপারিশ ও মতামত ব্যক্ত করার সুযোগ বৃদ্ধি করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মহিলা ও দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সিদ্ধান্তসমূহ নারী ও দরিদ্র বান্ধব করা, পৌরসভার কর্মকা-ের প্রতি সকল নাগরিকের আন্তরিকতা বৃদ্ধির পরিবেশ সৃষ্টি করা, পৌরসভার কর্মকা-ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সর্বোপরি পৌরসভা পর্যায়ে সুশাসন সৃষ্টি করা।

সর্বাধিক পঠিত