• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যারা জঙ্গিবাদে বিশ্বাসী তাদের এ দেশে ঠাঁই নেই, মেজর রফিক।

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২০, ২২:১৮ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ২২:২৮
ইউসুফ পাটোয়ারী লিংকন।
প্রিন্ট

যারা জঙ্গিবাদে বিশ্বাসী তাদের এ দেশে ঠাঁই নেই, মেজর রফিক।

ইউসুফ পাটোয়ারী লিংকন।

শাহরাস্তি পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ সমাভেশে টেলি কনফারেন্সে এ কথা বলেন চাঁদপুর-৫ আসনের সংসদসদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। ১২ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গায়) আল্ আমিন শফিং কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাভেস করেন শাহরাস্তি পৌর আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।

পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ। এতে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদসদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

প্রধান অতিথি টেলিকনফারেন্সে তাঁর বক্তব্যে বলেন, বাঙ্গালি জাতির মুক্তির উগ্রদূত তাঁর স্মৃতি বিজড়িত ভাস্কর্য ভাংচুর মেনে নেয়া যাবে না। যারা জঙ্গিবাদে বিশ্বাসী এদেশে তাদের ঠাঁই নেই। বঙ্গবন্ধুর আদর্শিত সৈনিকদের সতর্কাবস্থায় ওই ধরনের জঙ্গিবাদদের রুখতে উদাত্ত আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, পৌর আওয়ামীগের যুগ্ন আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, পৌর আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন, টামটা দক্ষিন ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমাম মজুমদার, পৌর যুবলীগ নেতা শাহ এনামুল হক কমল কমল, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সহসভাপতি প্রিন্সিপ্যাল হুমায়ুন কবির লিটন, মোঃ সেলিম খান। প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, কৃষকলীগের সভাপতি জসিম উদ্দীন পাটোয়ারী জনিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মি।