• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও আওয়ামী লীগ নেতাদের সুস্থতা কামনায় জুমাবার ব্যাপক দোয়ানুষ্ঠান

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২০, ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, তাঁর স্বামী সিনিয়র আইনজীবী তৌফিক নাওয়াজ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্নাসহ আওয়ামী পরিবারের যেসব নেতা-কর্মী নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আছেন, তাঁদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলি্লরা। গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর সদর, চাঁদপুর শহর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, মতলব উত্তরসহ আরো অন্যান্য উপজেলায় অসংখ্য মসজিদে মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। প্রত্যেক জায়গায় দলের বিভিন্ন পর্যায়ের কমিটি, জনপ্রতিনিধি এবং ব্যক্তিগত উদ্যোগেও ওইসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পৌরসভার উদ্যোগের পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও দোয়ার আয়োজন করা হয়। এসব দোয়ানুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ছাড়াও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রত্যেক মিলাদ ও দোয়া মাহফিলে মুসলি্লরা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ সকলের দ্রুত সুস্থতা কামনায় কায়মনোবাক্যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, যুবলীগ নেতা জাফর ইকবাল মুন্না করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন। এছাড়া জাহিদুল ইসলাম রোমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মারাত্মক অসুস্থ অবস্থায় থাকার পর ব্যয়বহুল চিকিৎসায় তিনি করোনামুক্ত হলেও এখনো তিনি শারীরিকভাবে পূর্ণ সুস্থ হন নি।

সর্বাধিক পঠিত