ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক আলোচনায় বক্তারা
সড়ক দুর্ঘটনা এড়াতে মালিক শ্রমিক যাত্রী পথচারী ও প্রশাসনসহ সকলকে সচেতন হতে হবে


ফরিদগঞ্জে একের এক সড়ক দুর্ঘটনার প্রাণহানির কারণে সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় সেই আলোকে 'সড়ক দুর্ঘটনা রোধে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে গত বুধবার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও প্রশাসনসহ সকলকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনার জন্যে কেবলমাত্র চালককে দায়ী করলে চলবে না। মালিকদের দেখতে হবে গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা। চলন্ত গাড়িতে যাত্রীদের চালকের সঙ্গে কথা না বলা।
তারা বলেন, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে দুর্ঘটনা ঘটার যে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে : গণপরিবহন কম থাকার সুযোগে সড়কে অবাধে সিএনজি-অটোরিকশা চলাচল, অদক্ষ ও শিশু-কিশোরের গাড়ি চালানো, ওভারটেকিং করা, ঝুঁকিপূর্ণ বাঁক সমূহে গতি না কমানো, সড়কের পাশে শোল্ডার না থাকায় যাত্রী উঠানামা করতে সড়কে গাড়ি সমূহ অবস্থান করা এবং সর্বোপরি গাড়ি চালকদের সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন না জানা।
বক্তারা আরো বলেন, এ উপজেলায় সড়ক দুর্ঘটনা কমানোর জন্যে ঝুঁকিপূর্ণ বাঁক সমূহ সংস্কার করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা কমানো কারো একার পক্ষে সম্ভব নয়। বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গকে আরো দায়িত্ববান হতে হবে, আইন অমান্যকারীদের শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। চালক পথচারীদেরকে আরো সচেতন হতে হবে, ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে জানতে হবে।
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, বিআরটিএ চাঁদপুরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ থানার পক্ষে এসআই জালাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক নবী নোমান, প্রবীর চক্রবর্তী, আবু হেনা মোস্তফা কামাল, আমান উল্ল্যা আমান, নিসচার সভাপতি বারাকাত উল্ল্যা পাটওয়ারী, সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস, অর্থ সম্পাদক শাকিল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতারা রাজিয়া দিপু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।