• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

তদবির করতে এসে ইউপি সদস্য আটক পরে মুক্ত

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২০, ১৮:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তদবির করে নিজের ইঞ্জিন চালিত নৌকা ছাড়িয়ে নিতে এসে চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনকে আটক করেছে চাঁদপুর নৌ-থানা পুলিশ।


জানা যায়, চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন মা ইলিশ রক্ষার মৌসুমে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞাকে অমান্য করে নিজের মালিকানাধীন ইঞ্জিন চালিত নৌকা দিয়ে দিনরাত জেলেদের মাছ ধরানোর কাজ করে আসছে। শুধু তাই নয়, তিনি নিজে নেতা সেজে নেতৃত্ব দিয়ে বেশ কিছু জেলেকে নদীতে মাছ ধরার জন্যে সহযোগিতা করে আসছেন।
জেলা টাস্কফোর্স ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এ বিষয়ে স্থানীয়রা গোপন অভিযোগ করে আসছিলো। এ অভিযোগের ভিত্তিতে প্রশাসন বেশ কয়েকবার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন মেম্বারের নৌকা ও তাঁর নেতৃত্বাধীন মাঝিদের আটক করতে পারেনি


গত ৩১ অক্টোবর শনিবার চাঁদপুরের নৌ-পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, রুহুল আমিন মেম্বারের মালিকানাধীন ইঞ্জিনচালিত নৌকাটি নিয়ে জেলেরা কিছুক্ষণের মধ্যেই নদীতে মা ইলিশ শিকারে রওনা হবে


এমন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ আনন্দ বাজার এলাকায় অভিযানে যান। এ সময় পুলিশের আগমনের খবর পেয়ে উক্ত নৌকার মাঝিরা দৌড়ে নদীর পাড়ে ইঞ্জিন চালিত নৌকা ও মাছ ধরার কাজে ব্যবহৃত কারেন্ট জাল রেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত নৌকা ও কারেন্ট জাল জব্দ করে নৌ থানায় নিয়ে আসে


এ খবর পেয়ে উক্ত রুহুল আমিন মেম্বার নৌকাটি ছাড়িয়ে নিতে দুপুর ২টার দিকে নৌথানায় আসলে নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির আহমদের নির্দেশে রুহুল আমিন মেম্বারকে আটক করা হয়।


বহু তদবির করেও তাকে নৌ-থানা থেকে ছাড়িয়ে নিতে পারেনি স্বজনরা। পরে রাত সাড়ে দশটার দিকে নৌ-থানা পুলিশ অজ্ঞাত তদবিরে তাকে ছেড়ে দেয়। এই ঘটনায় উক্ত এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।