চাঁদপুর প্রেসক্লাবের ঊর্ধ্বমুখী সমপ্রসারণ কাজ শুরুর প্রাক্কালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের পরিদর্শন


চাঁদপুর প্রেসক্লাবের ঊর্ধ্বমুখী সমপ্রসারণ তথা চতুর্থ তলার কাজ শুরুর প্রাক্কালে পরিদর্শন করেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার পারভেজ করিম বাবু। গতকাল রোববার বিকেলে তাঁরা এ পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, কোষাধ্যক্ষ রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সদস্য একে আজাদ, আব্দুল ওয়াদুদ বেপারী ও তালহা জোবায়ের। পরিদর্শন শেষে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট ঠিকাদার আজ থেকে কাজ শুরু করবেন বলে জানান।
উল্লেখ্য, জেলা পরিষদ থেকে চাঁদপুর প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্যে ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দ দিয়ে প্রেসক্লাব ভবনের চতুর্থ তলার ছাদ ও দেয়াল নির্মাণ করা হবে।