মেয়রের উদ্যোগকে স্বাগত অব্যাহত রাখার দাবি
জঞ্জালমুক্ত পরিচ্ছন্ন শহর দেখতে চায় চাঁদপুর পৌরবাসী


চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল শপথ গ্রহণের পরদিন থেকেই মেয়রের দায়িত্ব পালন করছেন। প্রথমদিন থেকেই তিনি ছোটখাটো এমন কিছু কাজ করছেন যার দ্বারা পৌরবাসী আশার আলো দেখতে পাচ্ছে। মানুষ বিশ্বাস করছে যে, এই শহরের বাসিন্দারা এখন তার নূ্যনতম সেবাটুকু অন্তত পাবে। জনগণকে আর নাক চেপে হাঁটতে হবে না এবং সড়কের দুপাশ জঞ্জালমুক্ত থাকবে।
মানুষের নূ্যনতম চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে তার বসবাস এলাকা ময়লা-আবর্জনা মুক্ত থাকা এবং শহরে একটু স্বস্তিতে হাঁটাচলা করা। আর এ কাজটি করতে খুব বেশি সময় যেমন লাগে না, তেমনি তেমন কোনো কঠিন কাজও নয়। শুধুমাত্র সদিচ্ছা এবং আপসহীন ভূমিকাই পারে এসব জনহিতকর কাজকে স্থায়িত্ব করতে। আর এ দুটি কাজই গতকাল থেকে শুরু করেছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। তবে তাঁর এ উদ্যোগ যেনো অব্যাহত থাকে এবং এটি যেনো স্থায়িত্ব পায় সে দিকে দৃঢ় থাকতে মেয়রের প্রতি দাবি জানিয়েছেন চাঁদপুর পৌরবাসী।
চাঁদপুর শহরের প্রধান সড়কগুলোর দুপাশ জুড়ে অনেক ভ্যানগাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো। এসব ভ্যানগাড়িতে কাঁচা তরিতরকারি হতে শুরু করে ফলফলাদি এবং বাসাবাড়ির ব্যবহার্য পণ্য বিক্রি করা হয়ে থাকে। সকাল থেকে শুরু করে একটানা রাত পর্যন্ত রাস্তার প্রায় অর্ধেক অংশ এভাবেই দখলে রাখত অবৈধ ভ্রাম্যমাণ এসব ভ্যানগাড়ির দোকান। এতে রাস্তায় অন্যান্য যানবাহন এবং মানুষের চলাচল মারাত্মক ব্যাহত হতো। তাই রাস্তার পাশে যেনো কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান, হকার বা ভ্যানগাড়ি না থাকে শহরবাসীর এ দাবিটি ছিল দীর্ঘদিনের। অবশেষে মডেল থানা পুলিশ এ ব্যাপারে উদ্যোগী হয়। গতকাল সকাল থেকে শহরের প্রধানতম সড়ক জোড়পুকুর পাড় এলাকা থেকে পশ্চিম দিকে চৌধুরী মসজিদ পর্যন্ত রাস্তার দু পাশে কোনো ভ্যানগাড়ি দেখা যায় নি। অনেকটা জঞ্জালমুক্ত দেখা গেলো সড়কের দু'পাশ। কীভাবে এটা সম্ভব হলো? এর জবাব খুঁজতে গিয়ে জানা গেলো, মডেল থানার পুলিশ শনিবার দুপুরের দিকে রাস্তার পাশ থেকে সব ভ্যানগাড়ি তুলে থানায় নিয়ে গেছে। যার কারণে গতকাল আর আগের চিত্র দেখা যায় নি। রাস্তার পাশে একটা ভ্যানগাড়িও ছিলো না। যদিও সন্ধ্যার পর পালবাজার এলাকায় কিছু ভ্যানগাড়িকে পুনরায় রাস্তার পাশে বসতে দেখা গেছে। তাই দিনের মধ্যে কয়েকবার ঝটিকা অভিযান চালানোর দাবি জানিয়েছে শহরবাসী। আর এই অভিযান অব্যাহত রেখে সড়ক যেনো সবসময়ের জন্য জঞ্জালমুক্ত রাখা হয়
এদিকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় এবং সড়কের পাশে অনেকদিন যাবত ময়লা আবর্জনার স্তূপ পড়ে থাকতো। পনরদিন কি একমাসেও এসব ময়লা নেয়া হতো না। মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লা এবং সড়কের পাশে স্তূপ হয়ে থাকা ময়লা আবর্জনা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের অপসারণ করতে দেখা গেছে। যেখানে মাসাধিককাল পর্যন্ত আবর্জনা পড়ে থাকতে দেখতো শহরবাসী, আর সে মানুষই যখন দেখছে পৌরসভার নিজস্ব পরিচ্ছন্ন কর্মীরা ময়লা আবর্জনা অপসারণ করছে, তখন মানুষজন মেয়রকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে। একই সাথে জনহিতকর এ কাজগুলো যেনো অব্যাহত থাকে এবং স্থায়ী হয় সে দাবিও মেয়রের প্রতি রেখেছেন শহরবাসী।
সূত্র : চাঁদপুর কণ্ঠ