• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২০, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের আয়শা ফিলিং স্টেশনের সামনে দ্রুতগামী ট্রাক শিশুটিকে চাপা দিলে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত মোকতার হোসেনের মেয়ে। মোকতার হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী পারুল বেগম ২ মেয়ে ১ ছেলেকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া গ্রামে বাবার বাড়িতে চলে আসেন।

পারুল বেগম জানান, আমার বোনের সিজারিয়ান অপারেশনের কারণে আমার বড় সন্তান জান্নাত ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে গিয়েছিলো। সোমবার সকালে মোবাইল ফোনের ফ্লেঙ্ িলোড নিতে রাস্তা পার হতে গেলে তাকে দ্রুতগামী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত