• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নবনির্বাচিত মেয়রকে বরণ করে নিতে প্রস্তুত পৌর কর্তৃপক্ষ

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০২০, ০৯:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার প্রস্তুতিও কর্তৃপক্ষের রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া। তিনি জানান, নবনির্বাচিত মেয়র মহোদয়ের সাথে আমার আজকেও কথা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে পৌরসভার যা করণীয় তা করার সকল প্রস্তুতি আমাদের রয়েছে। এখন যেদিনই শপথগ্রহণ অনুষ্ঠান হোক আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। একই সাথে নবনির্বাচিত মেয়র মহোদয়কেও বরণ করে নিতে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ নির্বাচিত সকল কাউন্সিলরের নাম ঠিকানাসহ গেজেট প্রকাশ হয়ে গেছে। গত বৃহস্পতিবার এ গেজেট প্রকাশ করা হয়। এখন যে কোনোদিন শপথ। এই শপথ অনুষ্ঠান চাঁদপুরেও হতে পারে আবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়েও হতে পারে। শপথবাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। শপথগ্রহণ অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করার ইচ্ছা রয়েছে পৌর কর্তৃপক্ষের।