• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শহীদ জাবেদের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২০, ১১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান মুক্তিযুদ্ধের অনন্য যোদ্ধা ও যুদ্ধকালীন অধিনায়ক শহীদ মোহাম্মদ শহীদুল্লাহ জাবেদের ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার পারিবারিকভাবে দোয়া ও মিলাদের মধ্যদিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বাদ আসর শহরের নতুনবাজারস্থ দারুস সালাম জামে মসজিদে দোয়া ও মিলাদে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদ।


উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ পাটওয়ারী, সম্পাদক আখতারুজ্জামান খোকা, ইউনিট লিডার সাইফুল ইসলামসহ সদস্যবৃন্দ এবং শহীদ জাবেদের ভাতিজা আশেক মাহমুদ তানিম, মারনুছ মাহমুদ তম্ময়সহ পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন অধিনায়ক শহীদ মোহাম্মদ শহীদুল্লাহ জাবেদ ১৯৭১ সালের ১৩ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে চাঁদপুরের অদূরে ফরিদগঞ্জ থানার টুবগী ব্রিজের কাছে ব্যাংকার পরিদর্শনকালে কলঙ্কিত ঘাতকের গুলিতে নিহত হন। কাঠের বাক্সে তাঁকে রাত সাড়ে ৮টায় প্রথম সমাহিত করা হয় দক্ষিণ বালিথুবা গ্রামের সর্দার বাড়িতে ২৭ ডিসেম্বর সেখান থেকে তাঁর মরদেহ উত্তোলন করে লঞ্চযোগে চাঁদপুরে আনা হয়। রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান শেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজার পর বাদ আসর চাঁদপুর শহরের শহীদ জাবেদ সড়কস্থ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন দেখে গেলেও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বা বাঙালির স্বাধীনতা দেখে যেতে পারেননি।