বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি অ্যাড. আয়াত আলী পাটওয়ারী আর নেই


চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবি, লেখক ও মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আয়াত আলী পাটওয়ারী (৭০) গতকাল সোমবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকাস্থ মুঘদা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি...........রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। অ্যাড. আয়াত আলী পাটওয়ারী দীর্ঘদিন থেকে ডায়াবেটিকসসহ বিভিন্ন জটিল রোগে ভুগে আসছিলেন। এদিকে রবিবার রাত ১০টার দিকে তাঁর সহধর্মীনি জেসমিন সুলতানা রুজি পাটওয়ারী (৬৫) একই হাসপাতালে ইন্তেকাল করেন। তিনিও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগে আসছিলেন।
অ্যাড. আয়াত আলী পাটওয়ারী ও তাঁর সহধর্মীনির মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।