• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডঃ সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২০, ১৬:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর বেগম জামে মসজিদে মরহুমের পরিবারবর্গের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।


মিলাদ অনুষ্ঠানের পূর্বে উপস্থিত মুসলি্লদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।

 


উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সাহির হোসেন পাটওয়ারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল মাস্টার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, বর্তমান সভাপিত জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে মোহাম্মদ আলী মাঝি, আব্দুল মালেক শেখ, মোহাম্মদ সোহেল রানা, সফিকুল ইসলাম, অ্যাডঃ হেলাল হোসাইন, ইউনুছ শোয়েব, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, খাইরুল ইসলাম নয়ন ও অ্যাডঃ কবির চৌধুরী।
মরহুমের ছেলেদের মধ্যে উপস্থিতি ছিলেন বড় ছেলে সাইফুল ইসলাম সেন্টু, মেজো ছেলে অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও ছোট ছেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, আইনজীবী, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা উপস্থিতি ছিলেন।