• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বহর থাকবে তৎপর

নিরাপত্তার চাদরে চাঁদপুর পৌর এলাকা

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২০, ১৩:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে পুরো চাঁদপুর শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। র‌্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্য আজ ভোর থেকে রাত অবধি তৎপর থাকবে চাঁদপুর শহরে। এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সেক্টর সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং অফিসার।


রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ জানান, চাঁদপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, সেখানে রয়েছে র‌্যাবের ছয়টি মোবাইল টিম, দুই প্লাটুন বিজিবি, পুলিশের মোবাইল ফোর্স তিনটি এবং পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত তিনটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স। এছাড়া প্রতি কেন্দ্রে একজন এসআইর নেতৃত্বে পাঁচজন পুলিশ স্থায়ীভাবে কেন্দ্রে থাকবে।