• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌকা প্রতীকের সমর্থনে ইউপি চেয়ারম্যানদের একযোগে গণসংযোগ ও পথসভা

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০২০, ০৯:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার প্রায় সকল  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ একযোগে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা  করেছেন।
জানা যায়, আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের নৌকা প্রতীকের সমর্থনে শহরের ১৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার বাসায়  বাসায় গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন ইউপি চেয়ারম্যানগণ।
এ সময় চেয়ারম্যানগণ উক্ত ওয়ার্ডে তাদের স্ব-স্ব আত্মীয়-স্বজন এবং ভোটারদের কাছে  নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডঃ  জিল্লুর রহমান জুয়েলকে বিজয়ী করলে চাঁদপুর পৌরসভার উন্নয়ন হবে এবং তাদের ওয়ার্ডের আরো উন্নয়ন হবে এমন বিষয়গুলো আশ্বস্ত করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এই গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন বিল্লাল গাজী। এ সময় উপস্থিত ছিলেন ২নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, ৩নং কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, হানারচর ইউপি চেয়ারম্যান মোঃ ছাত্তার রাড়ী, রাজরাজেশ্বর ইউপি আলহাজ হযরত আলী বেপারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান।
এ সময় চেয়ারম্যানগণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ করে তাদের ভোট প্রার্থনা করেন।
এ বিষয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন বিল্লাল গাজী বলেন, দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে তারা আগামী ১০ অক্টোবর  ঘরে ফিরবেন। তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।