জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতাদের নৌকার পক্ষে গণসংযোগ অব্যাহত


চাঁদপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগ নেতারা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোর থেকে শুরু করে রাত অবধি নৌকা মার্কার ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্যে ভোটারদের কাছে তারা নানাভাবে আবেদন করছেন। চাঁদপুর পৌরসভাকে একটি পর্যটন নির্ভর, আধুনিক, নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে জিল্লুর রহমান জুয়েলের নানা পরিকল্পনার কথা ভোটারদের কাছে তারা তুলে ধরছেন। অর্থাৎ বলতে গেলে নৌকার পক্ষে গণজোয়ার তুলতে ছাত্রলীগ নেতারা নির্বাচনী মাঠে বেশ সক্রিয়।
শুধু বর্তমান সময়ের ছাত্রলীগ নেতারাই নন, সাবেক ছাত্রলীগ নেতারাও মাঠে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন। চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতারা একযোগে মাঠে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁরা নৌকার ভোট চেয়ে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করছেন। দেখা গেছে যে, রোমানের নেতৃত্বে প্রায় এক দশকের সাবেক ছাত্রলীগ নেতারা জিল্লুর রহমান জুয়েলের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিনই তাঁরা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন। মানুষের বাসা-বাড়িতে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। গত ২৫ সেপ্টেম্বরের পরদিন থেকেই সাবেক ছাত্রলীগ নেতারা চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে একযোগে মাঠে নেমে পড়েন। এখনো পর্যন্ত তাঁদের এই গণসংযোগ অব্যাহত আছে। সাবেক এবং বর্তমান ছাত্রলীগ নেতাদের এমন একাট্টা হয়ে মাঠে নেমে পড়াটাকে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন। এতে দলের সাধারণ কর্মী সমর্থকদের মাঝে বেশ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।