• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লায়ন্স ক্লাবের ত্রাণ বিতরণ

মরহুম কাজী মাহবুবুল হকের জন্যে সদকায়ে জারিয়া হিসেবে চাঁদপুরে এই ত্রাণ বিতরণ: জেলা গভর্নর জহিরুল ইসলাম এমজেএফ

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০২০, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশানাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশ-এর উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় ও প্রেসক্লাব মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, মুড়ি, আলু ও পেঁয়াজ প্যাকেটকৃত ত্রাণ সামগ্রী বিতরণ শেষে লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সভায় মিলিত হন। এসময় জেলা গভর্নর লায়ন এএইচএম জহিরুল ইসলাম এমজেএফ ত্রাণ কাজে সহায়তার জন্যে প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী অত্যন্ত সুসংগঠিত একটি সেবামূলক সংগঠন। এ ক্লাবের সকল সদস্যই সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কাজী মাহবুবুল হকও ছিলেন একজন উদার মনের মানুষ। তিনি চেয়েছিলেন করোনাকালীন সকলকে নিয়ে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম চালানোর জন্যে। কিন্তু তার সে ইচ্ছা পূরণ হলো না। এর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসীব করেন। তিনি আরো বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশানাল একটি সেবামূলক সংগঠন। সংগঠনটির সেবামূলক কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, সকলের সহযোগিতার মাধ্যমেই আমরা সমাজে অনেক ভালো কাজ করতে সক্ষম হবো।

লায়ন সাকী কাওসারের পরিচালনায় বক্তব্য রাখেন লায়ন আলহাজ্ব আব্দুল হক এমজেএফ, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর ফার্স্ট প্রেসিডেন্ট আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লায়ন ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, লায়ন সামছুল আলম খোকন পিডিজি, লায়ন শামীম রেজা, লায়ন জিকরুল আহসান প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মরহুম কাজী মাহবুবুল হকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা আরিফুর রহমান তাহেরী। পরে লায়ন নেতৃবৃন্দ কাজী মাহবুবুল হকের গ্রামের বাড়ি ৭নং তরপুরচন্ডী কাজী বাড়ি যান এবং মরহুমের কবর জিয়ারতপূর্বক দোয়া অনুষ্ঠানে যোগদান করেন।