• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ নৌকার প্রচারণায় চাঁদপুরে

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০২০, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স-স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ চাঁদপুর পৌর এলাকায় দিনভর প্রচারণা করে। গতকাল ২ অক্টোবর শুক্রবার সকাল ১১টার পর বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে চাঁদপুর শহরে আসেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। তাঁরা চাঁদপুর পৌর এলাকায় প্রবেশ করে প্রথমে ৭নং ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময় তাঁরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলেন, চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল একজন সৎ, যোগ্য এবং গুণাবলি সম্পন্ন নেতৃত্বের অধিকারী নেতা। শুধু তাই নয়, তাঁরা ভোটারদের আশ্বস্ত করে বলেন, এ পৌরসভায় এই প্রথম একজন অত্যন্ত সৎ ব্যক্তি যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি ছাত্রজীবন থেকে সততার সাথে জীবন পরিচালনা করছেন। অতএব আপনারা আপনাদের এ আমানতের একমাত্র বিশ্বাসী হিসেবে আপনাদের আগামীর পৌর পিতার আসনে বসানোর জন্যে ১০ অক্টোবর নৌকা প্রতীকে রায় দিয়ে অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকে বিজয়ী করবেন। এছাড়াও তারা ভোটারদের মাঝে প্রচারপত্র বিলি করেন। গণসংযোগকালে তাঁরা নৌকা প্রতীকের স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করেন।
এ বিষয়ে চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার সন্তান কাজী দিলজাব কবির রিপন বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দ। আমরা সকলে যারা জুয়েল ভাইয়ের সাথে রাজনীতি করেছি, বিশ্ববিদ্যালয়কে শিবিরমুক্ত করেছি তারা আজ সকলে ঐক্যবদ্ধ হয়ে চাঁদপুরে এসেছি জুয়েল ভাইয়ের জন্যে পৌরবাসীর কাছে ভোট চাইতে। জুয়েল ভাই স্বচ্ছ রাজনীতি করার মানুষ। আমি চাঁদপুরের ছেলে হিসেবে জুয়েল ভাইয়ের জন্যে আপনাদের নিকট ভোটপ্রার্থনা করছি। আমি আশা করি, আগামী ১০ অক্টোবর জুয়েল ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবে চাঁদপুর পৌরবাসী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সেলিম রেজা, সৌরভ শফিকুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া, দিলজাব কবির রিপন, মোয়াজ্জেম হোসেন কাওসার, ইমতিয়াজ আউয়াল অপু, খাদিমুল ইসলাম, মনিরুল ইসলাম পরশ, ফয়সাল আহমেদ, হৃদয় ফারুক, তানভীর এলাহি, মহসিন কবিরসহ শতাধিক নেতা।