• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকার সমর্থনে মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০২০, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নৌকা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সন্তানেরা। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শহরের ১৩ নং ওয়ার্ডস্থ ওয়্যারলেস মোড় এলাকায় তারা এই নির্বাচনী গণসংযোগ করেন। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজের নেতৃত্বে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সন্তানদের একটি প্রতিনিধি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির রাজনৈতিক দল। এই দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা। যিনি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। তাই চাঁদপুর পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে আমরা নির্বাচনী গণসংযোগে নেমেছি। এ নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলকে নির্বাচিত করার জন্য ভোটারদের কাছে ভোট কামনা করছি। আমরা বিশ্বাস করি আগামী ১০ অক্টোবর পৌরবাসী নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ ভূঁইয়া, চাঁদপুর মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রোশন আলী বেপারী, মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতি চাঁদপুর সদর উত্তর-পূর্বাঞ্চলীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী মাস্টার, মুক্তিযোদ্ধার স্ত্রী মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুন্না মামুন, মানিক হোসেন, স্বপন চন্দ্র কর, অলিউল্লাহ সুমন, মোস্তাফিজুর রহমান, কাজী ফারুক, মুক্তা আক্তার প্রমুখ।