প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
বঙ্গবন্ধু কন্যা পিতার মতো নিজেও এদেশের মানুষের জন্য কাজ করছেন : ডাঃ হারুনুর রশিদ সাগর


বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা বিএমএর সাবেক সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডাঃ হারুনুর রশিদ সাগরের উদ্যোগে সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ৫শ' রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন জেলার ৬জন বিশিষ্ট চিকিৎসক। চিকিৎসা সেবা শুরুর পূর্বে কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আব্দুল হাই, ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির বৈদ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলী আক্কাস, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রুবাইয়েত প্রমুখ।
এদিকে কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ হারুনুর রশিদ সাগর বলেন, মানবতার নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা পিতার মতো নিজেও এদেশের মানুষের জন্য কাজ করছেন। তাই তাঁর এই জন্মদিনে চিকিৎসা সেবার মাধ্যমে আর্তমানবতার কাজ করার চেষ্টা করছি।