বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কাজী মাহবুবুল হকের ইন্তেকাল
আজ সকাল সাড়ে ১১টায় প্রথম নামাজে জানাজা


চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শহরের স্ট্র্যান্ডরোডস্থ কাজী ট্রেডার্সের কর্ণধার লায়ন কাজী মাহবুবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টায় ঢাকা স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তাঁর ভাই আলহাজ হুমায়ুন কবিরের সাথে আলাপকালে তিনি বলেন, ভাইয়ার লাঞ্চে সমস্যা ছিলো দীর্ঘদিন ধরে। এরমধ্যে চাঁদপুরে তার করোনা নেগেটিভ আসলেও ঢাকায় পরীক্ষা করার পর পজিটিভ রেজাল্ট আসে। গত পরশু আবার পরীক্ষা করার পর করোনা নেগেটিভ আসে।
তিনি আরো জানান, রাতেই তাকে স্কয়ার হাসপাতাল থেকে নিয়ে আসা হবে চাঁদপুরে। আজ সকাল সাড়ে ১১টায় পৌর ঈদগাহ ময়দানে তাঁর প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় জানাজা বাদ জোহর তরপুরচ-ী কাজী বাড়ি সংলগ্ন ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তারপর পিতার কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
কাজী মাহবুবুল হক লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক এবং চাঁদপুর অনন্যা নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।