• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ইভিএম মাননীয় প্রধানমন্ত্রীর উপহার : মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১০ অক্টোবর চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা ছাত্রলীগের সাথে মতবিনিময় করেছেন এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। গতকাল বুধবার বিকেলে তাঁর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সদর উপজেলা ছাড়াও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ানের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন গাজীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, চাঁদপুর পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। আর এটি চাঁদপুর পৌরবাসীর জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এই পদ্ধতিতে জাল ভোট বা ভোট কারচুপির কোনো সুযোগ নেই।
তিনি ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটারদের কাছে যান, জননেত্রী শেখ হাসিনার সালাম এবং উন্নয়নের কথা বলেন। তাদেরকে ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করবেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, যতোই ষড়যন্ত্র এবং মিথ্যাচার করা হোক না কেনো, নির্বাচন ১০ অক্টোবরই হবে, একদিনও পিছাবে না।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী প্রমুখ।

 

সর্বাধিক পঠিত