• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভা নির্বাচন

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জেলা যুবলীগের মতবিনিময়

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মাঈনুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্য মুকবুল হোসেন মিয়াজী, জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি, জাহাঙ্গীর হোসেন বেপারী, ইকবাল হোসেন বেপারী, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, পৌর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হোসেন টিটু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল বলেন, আমাদের জন্যে চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলকে বিজয়ী করা। এজন্যে সকল ক্ষেত্রে যুবলীগের সকল স্তরের নেতা-কর্মীকে সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে থাকতে হবে। কোনো অপশক্তি যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন বানচালকারীরা আলোতে আসতে না পেরে অন্ধকারে থেকেই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যুবলীগ নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। আগামী ১০ অক্টোবর ইনশাল্লাহ নৌকার প্রার্থী জিল্লুর রহমান জুয়েল ভাইকে বিপুল ভোটে জয় করে ঘরে ফিরবো। এ বিজয় জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, এ বিজয় আমাদের প্রিয় নেত্রী চাঁদপুরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বিজয়, সর্বোপরি চাঁদপুর পৌরবাসীর বিজয়।