নাগরিক কমিটির বিবৃতি
একটি অশুভ শক্তি নানা অজুহাতে আগামী নির্বাচনকে প্রলম্বিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে


চাঁদপুর পৌরসভা নির্বাচনকে প্রলম্বিত করার একটি অশুভ শক্তির প্রয়াসের বিষয়ে বিবৃতি দিয়েছে চাঁদপুর নাগরিক কমিটি। নাগরিক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও আহ্বায়ক নাগরিক কমিটি, চাঁদপুর এবং রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরাণবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর ও সাধারণ সম্পাদক, নাগরিক কমিটি, চাঁদপুর এ বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, চাঁদপুর নাগরিক কমিটির পক্ষ থেকে চাঁদপুর পৌর এলাকার সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদপুর পৌরবাসীর কাছে আবারো একটি সুযোগ এসেছে আপনাদের মূল্যবান ভোটটি একজন যোগ্য প্রার্থীকে দিয়ে আগামী পৌরসভার নেতৃত্ব বেছে নেয়ার। আমাদের প্রত্যাশাও তাই। কিন্তু একটি অশুভ শক্তি নানা অজুহাতে আগামী নির্বাচনকে প্রলম্বিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। যেটি আমাদের কারো কাছেই কাম্য নয় এবং প্রত্যাশাও করি না। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আপনারা সকলে সচেতন থাকুন কেউ যেন আগামী নির্বাচনকে প্রলম্বিত বা বিতর্কিত করতে না পারে। আগামী ১০ অক্টোবর আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য পৌরপিতাকে বেছে নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।