• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৯০ বছরে পা রাখলেন দানবীর হাজী মোঃ কাউছ মিয়া

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২০, ১০:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশে তাঁকে বলা হয় দানবীর। মানবতার সেবকের অনুকরণীয় দৃষ্টান্ত। যিনি মানবিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। সৎভাবে ব্যবসা করে দেশের শ্রেষ্ঠ করদাতার খ্যাতি পেয়েছেন অনেক বার। তিনি চাঁদপুরের কৃতী সন্তান হাজী মোহাম্মদ কাউছ মিয়া। আজ ২৬ আগস্ট গুণী এ মানুষটির জন্মদিন।


১৯৩১ সালের এইদিনে চাঁদপুর সদর রাজরাজেশ্বরে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মরহুম হাজী আব্বাস আলী মিয়া ও মাতা মরহুমা হাজী মোসাম্মৎ ফাতেমা খাতুনা (জমিদারের কন্যা)। সেই হিসেবে এবারে তিনি ৯০তম বছরে পা রাখলেন। বয়স ঊননব্বই পার হলেও এখনও তিনি প্রাণবন্ত।

কাউছ মিয়া মনে করেন, মানুষ যদি শরীর ও মনের দিক থেকে সুস্থ থাকে, সেটি আল্লাহর নেয়ামত। আল্লাহর রহমত ছাড়া কেউ সুস্থ থাকতে পারে না। এখনও প্রতিদিন তিনি ১০ থেকে ১২ ঘণ্টা নিজেই ব্যবসা পরিচালনা করেন। ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত টানা ৭০ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করে অর্জন করেছেন সিআইপি মর্যাদার জাতীয় রাজস্ব বোর্ডের স্বাধীনতার আগে ১ বার ও পরে ১৫ বার মোট ১৬ বার সর্বোচ্চ করদাতার পুরস্কার। রাষ্ট্রীয় এই অ্যাওয়ার্ড প্রাপ্তির বিরল রেকর্ডের অধিকারী তিনি। জাতীয় রাজস্ব উন্নয়নে রেখে চলেছেন অসামান্য অবদান। হাজী মোহাম্মদ কাউছ মিয়া তাঁর ৯০তম জন্মদিনে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন। প্রবীণ এই মানবসেবকের শুভ জন্মদিনে তাঁকে চাঁদপুর ও শরীয়তপুরবাসীর পক্ষ থেকে নিরন্তন ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।