• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পত্রিকা বিলিকারকের এসএসসি পাস এবং একাদশ শ্রেণীতে ভর্তি

প্রকাশ:  ২১ আগস্ট ২০২০, ১২:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ছেলেটার নাম উজ্জ্বল। আমার চাঁদপুরের অফিসে পেপার দিতো। মাসিক বিল দেওয়ার সময় আমার সাথে দেখা হতো। কয়েক মাস যাওয়ার পর, একদিন জানতে চাইলাম, কী রে পড়াশোনা করিস্? বললো, করতাম, এখন করি না। আমি জানতে চাইলাম, পড়াশোনা করবি এখন? বললো, পড়াশোনা করার মতো অর্থ আমার পরিবারের নেই। আমি বললাম, আমি তোকে পড়াশোনা করালে করবি? বললো, করবো মামা। আমার পড়ালেখা করার খুব ইচ্ছা। তারপর আমি তাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই। ভালোভাবে পড়াশোনা করলো। এ বছর এসএসসি পাস করলো। গতকাল পুরাণবাজার বিশ্ববিদ্যালয় কলেজে উন্মুক্ততে একাদশ শ্রেণিতে ভর্তি হলো। উজ্জ্বলের জন্যে শুভ কামনা রইলো। -জাফর ইকবাল মুন্নার ফেসবুক পেজ থেকে।