• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার থেকে সাড়ে তিন কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

প্রকাশ:  ২০ আগস্ট ২০২০, ১৭:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজারের সুতাপট্টি থেকে সুতা ও জালের দোকানে অভিযান চালিয়ে ১০ লাখ ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ৫ হাজার টাকা।

কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের মাধ্যমে জানা যায়, ১৯ আগস্ট বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের উপস্থিতিতে বিসিজি স্টেশন চাঁদপুর এবং বিসিজি আউট পোস্ট হাইমচরের সমম্বয়ে পুরাণবাজারের ৩টি জাল-সুতার দোকান থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং এ সকল দোকান মালিকদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের এমসিপিও (এঙ্) (সিডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ইছাক আলী, কন্টিনজেন্ট কমান্ডার হাইমচরের পেটি অফিসার এম এমদাদুল হক, পেটি অফিসার এমএ মতিন, এম নাসির উদ্দিনসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।