• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

প্রকাশ:  ১৯ আগস্ট ২০২০, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা অন্য দিনের তুলনায় অনেক বেশি। সোমবার ১৭ আগস্ট সকাল থেকে আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে সোমবার দিনগত রাতে একাধিকবার বৃষ্টি এবং শেষ রাতে মুষলধারে বৃষ্টি হয়।


মঙ্গলবার ১৮ আগস্ট সকাল ৯টায় বৃষ্টিপাতের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন চাঁদপুর জেলা আবহাওয়া অফিস কর্মকর্তা শাহ্ মোঃ শোয়েব।

তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ আবহাওয়া সংবাদে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কঙ্বাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তিনি বলেন, আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার সর্বশেষ আজ বেলা ১১টার পরে আবারও হালনাগাদ হবে।