• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে শোক দিবসের আলোচনা সভা ও বৃক্ষরোপণ

বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরও আগেই বাংলাদেশ সোনার বাংলায় প্রতিষ্ঠা লাভ করতো : অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ১৭ আগস্ট ২০২০, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার বেলা ১১টায় একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরাধীনতার শিকল থেকে মুক্ত করে একটি স্বাধীন ভূ-খ- এনে দিয়েছেন। যার ফলে বাঙালি জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আমরা নিজেদের অধিকার, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির স্বাধীনতা পেয়েছি।
তিনি আরও বলেন, স্বাধীনতাপরবর্তী সময়ে জাতির জনক যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন ১৫ আগস্টের এইদিনে স্বাধীনতার পরাজিত শক্তিরা জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সেদিন হায়েনাদের হাত থেকে ছোট্ট শিশু রাসেলও মুক্তি পায়নি। পৃথিবীর ইতিহাসে এমন ঘৃণ্যতম ঘটনা আর দ্বিতীয়টি আছে বলে জানা নেই।
তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ থেকে বহু পূর্বেই বাংলাদেশ সোনার বাংলায় প্রতিষ্ঠা লাভ করতো। বর্তমানে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা দেশরতœ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন, শোকের এইদিনে শপথ করি, দেশ এবং দেশের মানুষের কল্যাণে আমাদের জীবন ও কর্মকে উৎসর্গ করবো।
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অবঃ) ড. মোঃ শাহাদাৎ হোসেন শিকদারের সভাপ্রধানে ও প্রাথমিক শাখার সমন্বয়ক ও সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেবের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, প্রভাষক জাকির হোসেন, ইব্রাহিম মিঞা, সিনিয়র শিক্ষক পিএম জামাল।
এছাড়াও শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ শোক দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের মূল ক্যাম্পাসের মাঠে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ করেন।