শোক আর বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করলেন জেলাবাসী


শোক আর বিনম্র শ্রদ্ধায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে চাঁদপুর জেলাবাসী। সকালে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসায় চাঁদপুর সরকারি কলেজে স্থাপিত বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও চাঁদপুর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের ব্যানারে হাজার হাজার মানুষ এসে সুশৃঙ্খলভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণপূর্বক জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকলের বুকে ছিলো কালো ব্যাজ আর চোখে-মুখে ছিলো বিষাদের ছায়া। শোকাহত অসংখ্য মানুষ এসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবররুক বিতরণসহ খাবার বিতরণ করা হয়। হয়েছে আলোচনা সভাও। সকল ধরনের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। আলোচনা সভাসহ সকল আয়োজনে দলীয় নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণও অংশ নেন। তারা পঁচাত্তরের খুনিচক্রকে ঘৃণা জানান এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যক উপজেলায়ও এভাবেই দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়।
জেলা শহরে ও উপজেলা সদরে শোক র্যালি, আলোচনা, মিলাদ মাহফিল, গণভোজ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকে প্রচার ছিলো উল্লেখযোগ্য কর্মসূচি। বাদ জোহর ও আসরের সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মসজিদে মসজিদে দোয়া মিলাদ, কোরানখানি এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। জেলা শিশু একাডেমী কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, রচনা প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ, জেলা পরিষদ, স্থানীয় সরকার বিভাগসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শোক দিবসের পৃথক কর্মসূচি পালন করে। এভাবে বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন চাঁদপুরবাসী।