চাঁদপুরে করোনার ৪৬ রিপোর্টে পজিটিভ ১৪


গতকাল চাঁদপুর জেলায় সংগৃহীত স্যাম্পলের মধ্যে ৪৬টির রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ হয়েছে। প্রাপ্ত পজিটিভ রিপোর্টের মধ্যে চাঁদপুর সদরে ১০ জন ও ফরিদগঞ্জে ৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৮৮ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৭৫ জন। গতকাল সোমবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো গেছে। আক্রান্তদের মধ্য থেকে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৫শ’ ২১ জন। এর মধ্যে গতকাল সুস্থ ঘোষণা করা হয় ২১ জনকে। আর মৃত্যুর সংখ্যা পূর্বের অবস্থায় ৭৫ জনই রয়েছে। সুস্থ এবং মৃত বাদ দিয়ে বাদ বাকি ৪১১ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরস্থ ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ৩২টি রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০০৭ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে আক্রান্ত ৮০১ জন, ফরিদগঞ্জে ২৩৩ জন, মতলব দক্ষিণে ২১২ জন, শাহরাস্তিতে ১৯৯ জন, হাজীগঞ্জে ১৮৭ জন, মতলব উত্তরে ১৬৭ জন, হাইমচরে ১২৯ জন ও কচুয়ায় ৭৯ জন।
চাঁদপুর জেলায় মোট ৭৫ জন মৃতের মধ্যে উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১০ জন, মতলব উত্তরে ১০ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।