• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিচারক ও আইনজীবীদের ভার্চুয়াল সভা

আসুন, জাতির পিতার কর্মময় জীবন ও স্মৃতিতে উদ্ধুদ্ধ হয়ে আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার অগ্রসৈনিক হই : জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান

প্রকাশ:  ১৭ আগস্ট ২০২০, ১৪:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলার বিচারক ও আইনজীবীদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যের শুরুতে বলেন, পলিমাটির নরম কোমল সোঁদা গন্ধে ভরা সবুজ শ্যামল বাংলার দক্ষিণের জনপদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইতিহাসের এক শুভক্ষণে জন্মলাভকরণে এবং তেজোদ্দীপ্ত মহাপুরুষ, যাঁর আহ্বানে পূর্ববঙ্গের নিরন্ন, মেহনতী, অধিকারবঞ্চিত মানুষ মন্ত্রমুগ্ধের মতো জেগে উঠেছিলো মুক্তির আকাক্সক্ষায়, তিনি আর কেউ নন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অনেক জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেছেন। কিন্তু ন্যায়ের প্রশ্নে কখনো আপস করেননি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার জন্যে তিনি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর একটি যুগান্তকারী সংবিধান উপহার দেন। বঙ্গবন্ধু বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি আমাদের আলোকবর্তিকা, আমাদের পাঞ্জেরী, আমাদের নেতা ও পিতা হিসেবে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছেন। আমরা যেনো এ স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে পারি, স্বাধীনতার পূর্ণ স্বাদ উপভোগের জন্যে দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকতে পারি।
তিনি আরও বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে বতর্মান সরকার এই বছরকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করছেন। মুজিববর্ষে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্যে আরও বেশি কর্মতৎপর হতে হবে আমাদেরকে, এটাই সকলের নিকট কাম্য। তাই বিচারক, আইনজীবী এবং আদালত সহায়ক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমার আহ্বান, আসুন জাতির পিতার কর্মময় জীবন ও স্মৃতিতে উদ্বুদ্ধ হয়ে আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার অগ্রসৈনিক হই। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানমালা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্যে আমি জজশীপ ও ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
জেলা জজ আদালতের সহকারী জজ মিথিলা রাণী দাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরওয়ার আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ শাহেদুল করিম, যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক অরুণ পাল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আযম, মোঃ কামাল হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন, কার্তিক চন্দ্র ঘোষ, হাসানুজ্জামান, সহকারী জজ মোঃ সিরাজ উদ্দিন, মোঃ ইসমাইল, লাভলী শীল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এমরান হোসেন, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ আলহাজ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ শহিদুল্লাহ পাটওয়ারী, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জিপি অ্যাডঃ আঃ রহমান, সাবেক পিপি অ্যাডঃ আমানউল্লাহ, সিনিয়র আইনজীবী ও এপিপি অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন।