• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে করোনার ৪৬ রিপোর্টে পজিটিভ ১ জন

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২০, ১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল চাঁদপুর জেলায় সংগৃহীত স্যাম্পলের মধ্যে ৪৬টির রিপোর্ট এসেছে। এর মধ্যে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। প্রাপ্ত পজিটিভ রিপোর্টটি চাঁদপুর সদর উপজেলার। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৫২ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৭৫ জন। গতকাল বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্য থেকে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪শ' ১৪ জন। এর মধ্যে গতকাল সুস্থ ঘোষণা করা হয় ১৪ জনকে। আর মৃত্যুর সংখ্যা পূর্বের অবস্থায় ৭৫ জনই রয়েছে। সুস্থ এবং মৃত বাদ দিয়ে বাদ বাকি ৪৬৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯৫২ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে আক্রান্ত ৭৭৪ জন, ফরিদগঞ্জে ২২২ জন, মতলব দক্ষিণে ২০৪ জন, শাহরাস্তিতে ১৯৮ জন, হাজীগঞ্জে ১৮৭ জন, মতলব উত্তরে ১৫৯ জন, হাইমচরে ১২৯ জন ও কচুয়ায় ৭৯ জন।

চাঁদপুর জেলায় মোট ৭৫ জন মৃতের মধ্যে উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১০ জন, মতলব উত্তরে ১০ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।