রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ
গাছ রোপণের সাথে সাথে গাছ পরিচর্যা করতে হবে : রোটাঃ আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম


‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই শ্লোগানে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, চক্ষু হাসপাতাল ও রেলওয়ে শিশু বিদ্যালয়সহ একাধিক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
১০ আগস্ট সোমবার দুপুর ১২টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক রোটাঃ আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, আরএফএসএম। তিনি এ সময় বলেন, গাছ হচ্ছে পরিবেশ বান্ধব। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা গাছ রোপণের মতো মহৎ কাজের উদ্যোগ নেয়ার জন্য আমি খুব গর্বিত। তবে গাছ লাগালেই চলবে না, লাগানো গাছটি ঠিকমত পরিচর্যা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি রোটাঃ সুভাষ চন্দ্র রায় পিএইচএফ, চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি রোটাঃ মাহমুদা খানম, চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, আরএফএসএম।
আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন সুমন, ক্লাব সচিব কাজী আজিজুল হাকিম নাহিন, সাবেক সভাপতি রেজাউল ইসলাম রকি, আল-আমিন হোসাইন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম কমিটির সমন্বয়কারী নিলয় দে, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রাকিব খান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর ইয়াদগীর রুবেল। প্রোগ্রাম তত্ত্বাবধায়ক ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রাতিবুল ইসলাম তুষার, সদস্য নাসরিন সুলতানা মিলি ও হালিমা তুছ সাদিয়া।
এদিন ক্লাবের পক্ষ থেকে ঔষধি গাছ, বিভিন্ন ফল গাছ, কড়ই, মেহগনি, কাঠগাছ রোপণ করা হয় এবং সেই সাথে চাঁদপুর রোটারী ক্লাবের সহযোগিতায় দ্বিতীয় ধাপে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আগত রোগীদের মাঝে ১৫০ পিচ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি অফিসার উজ্জ্বল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।