• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

প্রবীণ রাজনীতিবিদ শহীদ উল্লাহ মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ:  ০৩ আগস্ট ২০২০, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

যদিও বিপুল সংখ্যক মানুষ নামাজে জানাযায় অংশ নিতে এসেছিলেন। অসস্তুষ্টি নিয়ে তারা বাড়ি চলে যায়। নামাজে জানাজায় ইমামতি করেন স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ফারুক।

নামাজে জানাজার পূর্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বাবুরহাট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ছানা উল্লাহ প্রমুখ। টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মরহুমের একমাত্র ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা শুভ।

গার্ড অব অনার প্রদান করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল উদ্দিন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে মরহুমকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে বাবুরহাট বাজার সংলগ্ন নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান বাবুরহাট এলাকার আলোর বাতিঘর শহীদ উল্লাহ মাস্টার।