ভাষাবীর এমএ ওয়াদুদ পিসিআর ল্যাবে গতকাল করোনার ৯২ স্যাম্পল পরীক্ষা


চাঁদপুর শহরের কদমতলা এলাকায় স্থাপিত ভাষাবীর এমএ ওয়াদুদ পিসিআর ল্যাবে গতকাল বুধবার ৯২ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টেস্টের রিপোর্ট না আসায় তা পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয় নি। আজকে সেটি সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেস রিলিজ আকারে প্রকাশ করা হবে।
এদিকে চাঁদপুরের ল্যাবে গতকাল সদর উপজেলা ও সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলা থেকে প্রাপ্ত ১০৭টি স্যাম্পল পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে। কিন্তু পরীক্ষা করার মতো অবস্থায় স্যাম্পল পাওয়া গেছে ৯২টি। বাদবাকি ১৫টি স্যাম্পল পরীক্ষা করার মতো উপযোগী অবস্থায় ল্যাবরেটরি পর্যন্ত আসে নি। তাই ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং টেকনিশিয়ানগণ সে ১৫টি স্যাম্পল বাদ দিয়ে দিয়েছেন এবং পুনরায় এ স্যাম্পলগুলো পাঠানোর জন্যে বলে দেয়া হয়েছে। এ স্যাম্পলগুলো একটি উপজেলার।
জানা গেছে, ওই উপজেলায় সংগ্রহ করা স্যাম্পলগুলো (১৫টি) ভালোভাবে সংরক্ষণ করা হয় নি। সে কারণে স্যাম্পলগুলোর অংশবিশেষ পড়ে গেছে। তাই এগুলো পরীক্ষা করে কোনো লাভ হতো বিধায় এই ১৫টি স্যাম্পল ফেলে দিতে হয়েছে। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্যগুলো জানা গেছে।
সূত্রটি আরো জানায়, ভবিষ্যতে স্যাম্পল সংগ্রহ এবং সংরক্ষণের ক্ষেত্রে আরো বেশি সতর্ক ও যত্নবান হতে হবে।