• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

একদিনে করোনামুক্ত ৩২ নতুন আক্রান্ত ৯

প্রকাশ:  ২৯ জুলাই ২০২০, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল মঙ্গলবার চাঁদপুরে একদিনে ৩২ জন করোনামুক্ত হয়েছেন। আবার এদিনই নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪, মতলব দক্ষিণে ১ ও হাজীগঞ্জের ৪ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৫জন। আর মৃতের সংখ্যা ৭২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০৭৪ জন। এখনো চিকিৎসাধীন ৫৪৯ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) ১৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ৯টি রিপোর্ট নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৯৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬৫৭, মতলব দক্ষিণে ১৯১, ফরিদগঞ্জে ১৯০, শাহরাস্তিতে ১৬৪, হাজীগঞ্জে ১৬৩, মতলব উত্তরে ১৩২, হাইমচরে ১২৫ ও কচুয়ায় ৭৩ জন।

জেলায় মোট ৭২ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০, হাজীগঞ্জে ১৭, ফরিদগঞ্জে ১০, মতলব উত্তরে ৯, কচুয়ায় ৬, শাহরাস্তিতে ৬, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, মঙ্গলবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৫২৪টি। রিপোর্ট এসেছে ৬২৫৫টি। রিপোর্ট অপেক্ষমান ২৬৯টি। তিনি আরও জানান, জেলায় আক্রান্ত ১৬৯৫ জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১০৭৪ জন। চিকিৎসাধীন ৫৪৯ জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৮৩ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৬২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২১ জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০০৪১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৫৭১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৪৭০ জন।