হিউম্যানিটি বিয়ন্ড বেরিয়ার্স ও বুয়েট ফোরাম-৮৬ ইউএসএ-এর চাঁদপুরে খাদ্য সহায়তা প্রদান


হিউম্যানিটি বিয়ন্ড বেরিয়ার্স ও বুয়েট ফোরাম'৮৬ ইউএসএ-এর আর্থিক সহযোগিতায় চাঁদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ১শ' দুই পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকাল ৫টায় শহরের পুরাণবাজার মমিনবাগ আবাসিক এলাকায় এসব খাদ্য সমাগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে স্বপ্নছোঁয়া ডেভেলপমেন্ট সোসাইটি।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী। তিনি বলেন, আমাদের দেশের মেধাবী প্রকৌশলীরা প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এই অনুদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি। তাদের মতো অসহায় মানুষের পাশে সকলেই দাঁড়াবেন সেই প্রত্যাশা করছি।
স্বপ্নছোঁয়া ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদরের খেরুদিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, জসিম উদ্দিন ও সমাজসেবক আমিনুর রশিদ খান (চয়ন)।
আয়োজক তারেকুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে হিউম্যানিটি বিয়ন্ড বেরিয়ার্স ও বুয়েট ফোরাম-৮৬ ইউএসএ-এর আর্থিক সহযোগিতায় প্রাথমিকভাবে ৯০ জনকে খাদ্য সহায়তা হিসেবে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও আলু ১ কেজি এবং ১২জনকে নগদ অর্থ প্রদান করেছি।