সদর উপজেলা মৎস্য বিভাগের মাছের পোনা অবমুক্তকরণ


মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এইদিন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে পাঁচ হাজার পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ইকো ফিশ চাঁদপুর প্রতিনিধি কিংকর চন্দ্র সাহাসহ উপজেলা পরিষদের অন্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে।